A Dedicated Freelancer.

-->

Monday, April 29, 2013

ফ্রী তে আপনি ও বাংলাদেশ থেকেই পেতে পারেন International Payoneer Master Card

আমরা যারা ফ্রীলান্সিং করি তাদের জন্যে চাই কুইক  এন্ড reliable  পেমেন্ট অপসন। payoneer master card এই বেপারে  পারফেক্ট

কেমনে এই কার্ড পেতে পারি:


যা কিছু  দরকারি :

১। email  id
২। ID  Card  ( National ID , পাসপোর্ট ইত্যাদি )

মূলত এই ২ টাই  প্রধান

ধাপ ১:

প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ click here 

আপনি হইতো ভাবছেন affiliate লিংক থেকে কান একাউন্ট করব . এই লিংক থেকে করলে আপনার ও লাভ এবং আমার ও লোভে। আপনি পাবেন ২৫$ যেটা card active করতে লাগবে। ক্লিক করেন 
অথবা  http://share.payoneer-affiliates.com/a/clk/3tcLWq

একাউন্ট signup










ধাপ ২:

Signup এ  ক্লিক করলে একটি ফর্ম পাবেন যেটা খুব জটিল কিচ্ছু না

আপনি এখন এইটা দেখতে পাচ্ছেন


এখন এইখানে ৩ টি ধাপ আপনাকে নির্ভুল ভাবে পুরন করতে হবে।
  • Cardholder details
  • Card Account Information
  • Registration Verification
ধাপ ৩:

এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card অথবা  Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়া হলঃ


First Name On Your ID     :  Mohammad Tareq
Last Name on Your ID      :  Hasan
Date of Birth                      : January/১0/19৮৭
Email Address                    : example@yahoo .com (আপনার Email Address)
Retype Email Address        : example@yahoo .com (পুনরায় আপনার Email Address)
Country                              :Bangladesh
Home Address                   :C /O : Abdul  Awal Mia , Jungurdi, Nagarkanda, Faridpur

City                                    : Faridpur
Zip/Postal Code                 : ৭৮৪০(পোস্টাল  কোড)
Phone Number                   :+8801৬00000000 ( আপনার ফোন নাম্বার) - এইখানে আপনার মোবাইল নাম্বার ও দিতে পারেন ।
Mobile Number               : +880১৭00000000 ( আপনার মোবাইল  নাম্বার)


বি . দ্র : ইনফো গুলা শুধু নমুনা হিসাবে


আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রের নিচের দিকে  দেওয়া Check Box এ টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ

ধাপ ৪: 

এখন Card Account Information এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ

Card  Holder  Details 

বি। দ্র: চিত্রে একটা অপসন আছে ( apply for  the  USA  Payment  Service ) এইটা অবশ্যই  রাখবেন , uncheck  করবেন না। কারন এইটা পেপাল একাউন্ট ভেরিফাই করার জন্যে mandatory.


ধাপ ৫:

 Registration Verification এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
  • National ID Card
  • Passport
  • Driver Lisence

উপরের ৩ টির মধ্যে যে কোনো  একটি সিলেক্ট করে ID Number দিনঃ

ID  Submit 

আপনার ন্যাশনাল ID  এর সাথে মিলে নিন, নাম এন্ড id no. ঠিক আছে কিনা 

ধাপ ৬:  

চিত্রে প্রদর্শিত অনুযায়ী ৩ টি অপসন সিলেক্ট করে দিন।

ধাপ ৭: ( ফাইনাল ধাপ)

এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন । আপনার Payoneer এর Registrationশেষ হল। এখন  কার্ড Approve হওয়ার জন্য payoneer  ২-৩ দিন সময় নিবে । কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন।


ধাপ ৮: 

Note: Registration এর ২-১ দিন মদ্ধে Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে ।

Thank you for applying for a Payoneer account!
We have received your application. Just one more step before we can approve it and send out your card.


Please provide us with a copy of a valid government-issued photo ID document in order for us to complete processing your application.
Acceptable forms of ID include driver's license, passport and national ID. Please make sure the ID matches the details provided on your Payoneer card application and that the document is clear and has your name and your date of birth displayed clearly. Documents that are difficult to read can cause further delays, so please enlarge and lighten copies when you scan, for clear viewing.

You can scan your ID (we prefer a jpeg file, under 1MB) and upload it automatically to your account for us to review by using the link below:
Upload link
Or if you prefer, you can attach the file in reply to this e-mail. Please note that documents uploaded using the upload link above are reviewed more quickly than replies by e-mail.

Apni যেইটা দিয়া অ্যাকাউন্ট খুলসেন অই Document Scan করে আপলোড করলে ১ দিন এর মদ্ধে ই আপনার Payoneer এর Account Approve হয়ে যাবে ইনশাল্লাহ। Approve হলে নিচের মত একটা মেইল পাবেনঃ
Dear Mohammad  Tareq ,
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between ২৯ Apr 2013 and ০৫ May 2013


আপনাদের বন্ধুদের কে refer করতে click করেন এবং তাদের ইমেইল id  বসাই রিকোয়েস্ট সেন্ড করে তাদের কে হেল্প করেন। share করেন  এবং  বন্ধু  দের কে জানাই দিন।


আপনাদের কে ধন্যবাদ

পরের পোস্ট টা  দিব আপনি কেমনে পেপাল একাউন্ট এই কার্ড দিয়া ভেরিফাই করবেন।


যেকোনো হেল্প এর জন্যে visit করুন এবং মেসেজ দিন

Sunday, April 28, 2013

Active USA Payment Method on Payoneer Master Card

আমরা যারা ফ্রীলান্সিং করি তাদের জন্যে পেপাল একাউন্ট খুব ই দরকারি। একটা ভেরিফাই পেপাল একাউন্ট থাকা অনেকটা স্বপ্নর মত বেপার। যারা এই স্বপ্নের হরিণ টা পেতে চান  তাদের জন্যে আমার একটি ক্ষুদ্র চেস্টা। আপনি চেস্টা করে দেখেন আপনি ও হবেন একটা ভেরিফাই পেপাল একাউন্ট হোল্ডার.

Paypal account holder হতে আপনাকে লাগবে  একটি payoneer মাস্টার  কার্ড  with USA  payment অপসন। আমি আপনাদের কে বলব কেমনে আপনি USA payment option  active  করবেন। আপনার যদি payoneer card na থাকে তাহলে ক্লিক here .

ধাপ ১: 

দরলাম এখন আপনার একটি payoneer master card  আছে . প্রথমে আপনি চেক করুন আপনার একাউন্ট টা কি USA payment অপসন আছে কিনা না।

আপনার payoneer একাউন্ট এ লগ ইন করুন এবং নিচের ছবি এর সাথে মিলান। যদি থেকে থাকে তাহলে সময় loss না করে এই টপিকস তা বাদ দিয়া ভেরিফাই paypal একাউন্ট এর কথা ভাবুন। বিস্তারিত এইখানে।






ধাপ ২:

ধরলাম আপনার এই অপসন টা active না  তাহলে কি করবেন??  আপনি হইত মনে কষ্টে আছেন . চিন্তা নেই।  আপনি ও আপনার একাউন্ট টাই USA payment option  active করতে পারবেন। USA payment option মূলত US Virtual Bank Account যেটা পেপাল একাউন্ট ভেরিফাই করতে লাগবে।

ধাপ ৩: আপনাকে payoneer  এর সাথে contact করতে হবে

 Go to  http://www.payoneer.com/contactUs.aspx and  যেকোনো একটি অপসন বেছে নিন। আমি personally  Live chat support করি।




ধাপ ৩:  

live  chat  এ ক্লিক করে দেখেন on line কিনা থাকলে সব ইনফো দিয়া লগইন করুন। আপনার ইমেইল id যেটা দিয়া একাউন্ট করেছে, লাস্ট চার ডিজিট কার্ড এর যেটা আপনি কার্ড এ পাবেন এবং subject  এ দিবেন want  to  active USA  payment method in my payoneer  account .

online এ না থাকলে "send a message to customer support" এ ও করতে পারবেন।

ধাপ ৪:

ওরা আপনাকে কিছু সময় হোল্ড করে রাখবে অতপর আপনার সাথে connect হয়ে কিছু verification  করবে, আপনাকে আপনার সিকিউরিটি answer এর question করবে। সিকিউরিটি answer দেওয়ার পর আপনার question জানতে চাবে। আপনি আপনার সাবজেক্ট টাই আবার বলবেন " I want to active USA payment method "

ধাপ৫:

অতপর ওরা আপনার মেইল এ  একটা মেইল দিবে এবং ৩ টি question ask করবে। question  ৩টা নিম্নরূপ :
  1. What services or products do you offer (include website URLs if applicable)?
  2. Please provide us with direct web links showing some examples of your products, services and other online activity. Please make sure the links include mention of your name or shows your relation to the product/service.
  3. Please send us a screenshot of your online account with the company you wish to receive payments from (e.g.: PayPal, Amazon, Skrill, etc.). The screenshot should include your name and account balance.
  4. Please provide a copy of a government-issued photo ID. You can send your driver's license, passport or national ID. If your ID is in a different language than English, we prefer an international passport. You can scan/take a photograph of your ID and attach it to your reply to this e-mail. Please send both sides of the document where relevant. We prefer jpeg format under 1MB.Note: If you have already provided us with your ID copy, please skip this requirement.

আপনি মেইল এর reply দিবেন এই ভাবে ( reply না দিয়া মেইল দিলে টিকেট নম্বর টা দিবেন)

Dear Authority,

Here is my information according to your question,

1. I am working on freelancer.com/odesk.com ( যে কোনো একটা ফ্রীলান্সার সাইট এর লিংক দিবেন যেখানে আপনি কাজ করেন)

2. Here is my link for my products

(যে সাইট এ কাজ করেন ওই সাইট এর আপনার profile লিংক টা দিবেন )

3. Please check attach file for screenshot
( আপনার হইত moneybookers (skrill ) একাউন্ট আছে,  এই একাউন্ট এর screenshot দিয়া দেনwith নাম এন্ড $ তবে MB না থাকলে paypal, amazon দিতে পারেন) attach  ফাইল এ  দিবেন।

4. Please check attach file for my ID

(attach  ফাইল এ আপনার ন্যাশনাল ID, Passport এর স্ক্যান কপি দেন, তবে আগে দেওয়া থাকলে না দিলে ও হই। আমার মতে থাক আর না থাক চিন্তা না করে দিয়া দেন।)

I am waiting for your reply.

Regards
xxxxxxx ( your name )


মেইল সেন্ড হইলে একটা auto reply পাবেন। সব কিছু ঠিক থাকলে ৪-২০ দিনের মধ্যে active হয়ে যাবে অতপর আপনি আপনার পেপাল একাউন্ট ভেরিফাই করতে পারবেন।

কিভাবে paypal  account  ভেরিফাই করবেন বিস্তারিত জানতে আমার এই পোস্ট তা দেখেন

ফেইসবুক কানেক্ট থাকতে এন্ড আপডেট পেতে লাইক দিন

Facebook 





Paypal Account verification from Bangladesh

আমরা যারা ফ্রীলান্সিং করি তাদের জন্যে পেপাল একাউন্ট খুব ই দরকারি। একটা ভেরিফাই পেপাল একাউন্ট থাকা অনেকটা স্বপ্নর মত বেপার। যারা এই স্বপ্নের হরিণ টা পেতে চান  তাদের জন্যে আমার একটি ক্ষুদ্র চেস্টা। আপনি চেস্টা করে দেখেন আপনি ও হবেন একটা ভেরিফাই পেপাল একাউন্ট হোল্ডার

যা কিছু দরকার:

১। Paypal  account 
২। payoneer card ( না থাকলে see here ) with USA  payment সার্ভিস ( চেক here )

Paypal Account তৈরী করাঃ

প্রথমেই আপনাকে একটি Paypal Account তৈরী করতে হবে। Account  তৈরীর সময় নিচের বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখবেন।
  • Account টিতে  অবশ্যই USA এর ঠিকানা ব্যবহার করবেন। 
  • আপনার পেপাল একাউন্ট এ নাম  National ID Card/passport  এর নাম ব্যবহার  করবেন।
এখন তাহলে একাউন্ট করার দিকে যাওয়া যাক :

ধাপ ১:

প্রথমেই Paypal  এ যেয়ে করে Signup  ক্লিক করুন. এবং  নিচের চিত্রের মত United  States  এন্ড English Select করে Get Started এ ক্লিক করুন।


















মনে রাখবেন আপনি personal  একাউন্ট করবেন  Business  account না .

ধাপ ২:
এখন Get Started এ ক্লিক করার পরে নিচের Page আসবে। যেখানে ৩টি main  অপসন থাকবে 

১. Set up your account:  এই অপসন টা অনেক easy just  আপনার মেইল id  এন্ড password, আশা করি এইটা কোনো প্রবলেম হবে না।

 2. Enter your information টা পূরণ করুন  । এই খানে অবশ্যই USA এর ঠিকানা এবং ফোন নম্বর use করবেন। 
( USA এর Address এবং ফোন নাম্বার এর জন্য http://www.fakenamegenerator.com/gen-random-us-us.php ব্যাবহার করতে পারেন।

 বি। দ্র।: আপনার নাম হবে রিয়েল কিন্তু ঠিকানা হবে USA যেকোনো ঠিকানা। এই ধাপ এর screenshot  দিলাম না, হইতো সবাই একই address ব্যবহার করতে পারে 

ধাপ ৩:

সব কিছু একবার মিলায় নিয়া review the agreement এ টিক দিয়া দেন . তারপর একটা captcha  আসবে। image এর কোড টা দিয়া continue দিলেই ব্যাস হয়ে গেল আপনার Paypal Account এর রেজিস্ট্রেশান। এখন আপনার ইমেইল এর ইনবক্স চেক করে রেজিস্ট্রেশন তা ভেরিফাই করেন।

ধাপ ৪:

এখন ধরে নিলাম আপনার  payoneer card) with USA  payment সার্ভিস আছে না থাকলে নিচের লিংক গুলা দেখেন payoneer কার্ড এর জন্যের জন্যে বিস্তারিত এবং payoneer একাউন্ট এ যদি USA payment service  active না থাকে তাহলে   বিস্তারিত পেতে ক্লিক করুন

payoneer কার্ড এ USA payment active কিনা চেক করতে payoneer একাউন্ট এ লগইন করে নিচের ছবি টার সাথে মিলাই দেখেন।



যদি থেকে থাকে তাহলে আপনি পাবেন Payoneer এর US Virtual Bank Account এর ( Routing Number এবং Account Number) .  এই  Payoneer এর US Payment Service  কেই USA এর Virtual Bank Account বলা হয়।


বি দ্র: USA payment service টা payoneer এর account approve হওয়ার পর পাবেন। যদি এমন হই যে আপনার payoneer একাউন্ট  কিন্তু এই অপসন নাই তাহলে আমার অন্য পোস্ট দেখেন। কার্ড আসার আগেও  আপনি এই Virtual Bank Account ব্যাবহার করে আপনার Paypal Verify করতে পারবেন। যেটা আমার অন্য পোস্টএ   পাবেন। 

ধাপ ৫:

নিচের চিত্র টা  দেখেন




পেয়ে তো গেলেন আপনার USA এর Virtual Bank এর Routing and Account Number. সুতরাং আপনার পেপাল একাউন্ট টা এখন এ ভেরিফাই হতে যাস্ছে . এইটা  হল Checking Account. এই ব্যাংক  দিয়ে এখন আপনি খুব সহজই আপনার  USA এর ঠিকানা দিয়ে করা Paypal Account টি Verify করে নিতে পারবেন।
.
ধাপ ৬:

Paypal Account ব্যাংক Verify করুন 

আপনার পেপাল একাউন্ট এ কিছু পরিমান (২-৩ ডলার ) ডলার নিয়া নেন এবং  লগইন করুন যেটা আপনি already USA এর address use করে তৈরী করেছেন।  তারপর আপনি Get Verified option  পাবেন যেখানে যেয়ে Link A Bank Account এ ক্লিক করুন  এবং নিচের ছবি এর মত Payoneer US Payment Service এ Virtual Bank Account এর Routing number  and Account Number দিয়েcontinue করুন ।


























ধাপ ৭:

এখন পেপাল আপনার Account থেকে ২ টা Small Amount আপনার Bank এ Deposit করবে। এই ২ টা Amount আপনি আপনার Payoneer এর Account এ লগিন করে দেখতে পারবেন। সাধারনত ২-৩ দিন সময় নিতে পারে।  

ধাপ ৮:

এখন এই $ deposit হইলে আপনার payoneer account  এ লগইন করে Deposit হওয়া ২ টা amount নিন। 

এখন আপনি আপনার Paypal এ লগিন করে Confirm Bank Account এ ক্লিক করেন অতপর উক্ত $ এর পরিমান যেটা আপনি payoneer এ  পেপাল থেকে পেয়েছেন বসিয়ে  Submit করেন। তাহলেই আপনার Paypal Account টি verified হয়ে যাবে। 

পেপাল একাউন্ট use করার বেপারে সতর্ক বার্তা:  

১। যত কম পেপাল এ লগইন করা যাই তত ভালো তার মানে হলো বিনা প্রয়োজনে লগইন করবেন না। 
২। transaction চেক করতে হলে ( buyer payment করেছে কিনা নিশ্চিত হইতে চাইলে) মেইল ইনবক্স থেকে করেন, কারণ পেমেন্ট লোড হইলে আপনি মেইল পাবেন।
৩।first এ বড় Amount লেনদেন না করাই ভালো,  পরিমান আস্তে আস্তে বাড়ান।
৪। আপনার Verified পেপাল Account যতটা পারবেন  চেষ্টা করবেন একটি পিসি থেকে LOGIN করার।
৫। Payoneer এবং পেপাল  এ একই নাম ব্যাবহার করবেন। কারন payoneer Mastercard পেপাল এ যোগ করার সময় কাজে লাগবে।
৬। . যদি Big Amount লেনদেন করতেই হই তার ভালো হই  আপনার পেপাল Account টি Personal থেকে Premiere এ Upgrade করে নেওয়া  তাহলে Account Limit হওয়ার সম্ভাবনা কমে যাবে। পরের পোস্ট এ procedureটা  পবেন।

যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন Facebook